জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
Details
অদ্য ১৪ই জানুয়ারী, ২০১৯ ইং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে অত্র অফিস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ডা. হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে ও সিভিল সার্জনের কার্যালয়, সিলেটের মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম, আইপিএইচএন, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার সম্মানিত ডিপিএম ডাঃ মো. মনিরুজ্জামান, সিলেট জেলার সম্মানিত উপ পরিচালক(পরিবার পরিকল্পনা) ডা. লুৎফুর নাহার জেসমিন, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনির, সিভিল সার্জন অফিস সিলেটের মেডিকেল অফিসার ডা. মো. মঈনুল আহসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক প্রমুখ।
চলতি মাসের ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড সফল করতে সভায় বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। সারাদেশে একযোগে পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ওদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সাধারণত বছরে দুইবার জুন ও ডিসেম্বর মাসে ভিটামিন-এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। তবে নির্বাচনের কারণে গত বছরের ২য় রাউন্ডের ক্যাম্পেইন এ বছর জানুয়ারি মাসে পরিচালনা করা হবে।