আজ ১৫ মার্চ, ২০২৫ সারা দেশজুরে পালিত হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতায়, সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলায় একটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সিলেট জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন স্যার। এ সময় উদ্বোধন শেষে সিভিল সার্জন স্যার দ. সুরমা উপজেলা হেলথ কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ.এইচ.এন্ড এফ.পি.ও ডা. সালাহউদ্দিন মিয়া,আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার(সি. এস.) ডা. স্বপ্নিল সৌরভ রায় সহ দক্ষিন সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
পরবর্তীতে সিভিল সার্জন মহোদয় ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পর্যবেক্ষণ এবং তদারকি করেন। এসময় সিভিল সার্জন স্যার ফেঞ্চুগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ.এইচ.এন্ড এফ.পি.ও ডা. মোঃ রাশেদুল হক,আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহ এমাজুর রহমান রিপন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার(সি. এস.) ডা. স্বপ্নিল সৌরভ রায় সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, এবছর মার্চ২০২৫ এর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ সিলেট জেলার ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৪৪০০২ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৩,৫৯,৫২৬জন। আজ সিলেট জেলার প্রতিটি উপজেলায় ১ টি করে মোট ১৩ টি স্থায়ী কেন্দ্র এবং ২৪০০ টি অস্থায়ী কেন্দ্রে এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস