Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

শতাধিক বছর আগে নির্মিত সিলেট সিভিল সার্জন অফিস দু‘টি পাতা-একটা কুঁড়ির দেশ  এবং কমলা ভান্ডার হিসাবে খ্যাত সিলেট জেলার প্রাণকেন্দ্র হযরত শাহ্ জালাল (রহ:) এর মাজারের পাশেই চৌহাট্টায় অবস্থিত। মাজারের ঠিক পূর্ব পাশেই রয়েছে গৌরগোবিন্দ রাজার ঐতিহাসিক বাড়ী, যেখানে বর্তমানে গৌরগোবিন্দের বাড়ীর কোন চিহ্নও নেই; আছে শুধু টিলাটি, যে টিলার উপর গৌরগোবিন্দ রাজার সেই্ ঐতিহাসিক বাড়ীটি ছিল।

জেলার ১২টি উপজেলায় অবস্থিত ২৫টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ১২টি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, শহরে অবস্থিত ১টি কুষ্ঠ হাসপাতাল, ১টি বক্ষব্যাধি হাসপাতাল, ১টি বক্ষব্যাধি ক্লিনিক এবং ১টি স্কুল হেলথ ক্লিনিক সহ মোট ৪১টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মাধ্যমে ইপিআই কার্যক্রম সহ সকল প্রকার স্বাস্থ সেবা প্রদান করা হয়।

ছবি